odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

শেখ জুয়েলের মৃত্যু বুকে ব্যথার কারণে : পুলিশের দাবি

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৫৪

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা শেখ জুয়েল (৪৫) গতরাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে বুকে ব্যথার কারণে মারা গেছেন বলে পুলিশ দাবি করেছে ।

কুমিল্লার এসপি এক বিবৃতিতে জানিয়েছেন, গতরাতে বাঙ্গরাবাজার থানার উত্তরপাড়ায় হেলালের বাড়ি থেকে ইয়াবাসহ চারজনের সঙ্গে গ্রেফতারের পর শেখ জুয়েল বুকে ব্যথা অনুভব করায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসপি জানান, রাত ৮টার দিকে বুকে ব্যথার কথা বলার পরপরই পুলিশ হেফাজতে শেখ জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে এসপি জানান।

এসপি বলেন, ‘শেখ জুয়েল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।’

পুলিশি নির্যাতনে জুয়েলের মৃত্যু নিয়ে গণমাধ্যমের একাংশের প্রতিবেদন ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেন এসপি।

এসপি বলেন, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদনে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি সবাইকে কোনও সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, শেখ জুয়েলের সঙ্গে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে, তারা হলেন- হেলাল (৪১), শারমিন ওরফে সখিনা (৩৫), হান্নান (২১) ও খোকন (৪৫)।

অবৈধ মাদক রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা দায়ের করেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: