odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর

odhikarpatra | প্রকাশিত: ২৪ October ২০২৫ ০৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৪ October ২০২৫ ০৩:৩০

যুক্তরাস্ট্র প্রতিনিধি :

নিউইয়র্ক, ২৩ অক্টোবর ২০২৫

 যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে আগামী রবিবার, ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত টেরেস অন দ্য পার্ক-এ। এ উপলক্ষে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে। সভাগুলোতে সুবর্ণজয়ন্তীর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

 সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রকাশ করা হবে একটি বিশেষ স্মারকগ্রন্থ, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও অর্জনের দলিল সংরক্ষিত থাকবে।

সভাপতি আতাউর রহমান সেলিম বলেন,

“আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা, যেখানে তারা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে।”

তিনি আরও জানান, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ইশতেহারে থাকা নিজস্ব ভবন নির্মাণপ্রবাসীদের ভোটার আইডি প্রক্রিয়া বাস্তবায়ন সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন,

“আমরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে এনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই। সুবর্ণজয়ন্তীতে তরুণ প্রজন্মের অংশগ্রহণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে।”

 সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে হলে ৫০ ডলার ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আয়োজকদের মতে, ১ হাজার আসনবিশিষ্ট টেরেস অন দ্য পার্কের হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গত ৫০ বছর ধরে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, ঐক্য ও সাংস্কৃতিক চেতনা তুলে ধরতে নিরলসভাবে কাজ করছে।

হাকিকুল ইসলাম খোকন বাপসা নিউজ। 



আপনার মূল্যবান মতামত দিন: