ঢাকা | শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
জামাতের হুশিয়ারি মৌলিক সংস্কার ছাড়া

যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান

odhikarpatra | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ২৩:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আশা করবো আগামী বছরের শুরুর দিকে দেশে একটা জাতীয় নির্বাচন হবে। তবে মৌলিক সংস্কার ছাড়া আগের মতো যেনতেন কোনো নির্বাচন চাইনা, হতেও দেবো না। 


তিনি বলেন, ‘আমরা জানি এই সময়ের মধ্যে সব বিচার ও সংস্কার সম্ভব না। এজন্য পরবর্তী সরকারের উচিত বিচার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়া। এ নিয়ে ধানাইপানাই করলে পরিণতি ভালো হবে না। কারণ যুবকেরা পথ চিনে ফেলেছে। তারা অধিকার প্রতিষ্ঠায় ফের রাজপথে নেমে আসবে। এই সরকার ছাত্র-জনতার সরকার। 

তাই সরকার ভুল করলে আমরা কথা বলবো। আমরা শহীদ ও আহতদের মূল্যায়ন, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার চাই।’

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের জাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ।

গণ-অভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। আল্লাহ যদি সুযোগ দেন আমরা ক্ষমতায় গেলে সবার আগে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ নেবো।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সিলেটের শহীদ পরিবারের সদস্যগণ ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যাদের জীবনবাজি ভুমিকায় আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই আন্দোলনে আমরা কখনোই নিজেদের মাস্টারমাইন্ড দাবি করিনা। তবে আমাদের অবদান অন্যরা স্বীকার করছেন। আমরা শুধু বলি আমরা মজলুম ছিলাম, ফ্যাসিস্টের পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে ছিলাম। ভবিষ্যতেও দেশ-জাতির যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। 

আমরা মজলুম দল। 

তিনি আরও বলেন, আমরা জুলুম-নিপীড়নের শিকার হয়েছি, দেশ ছাড়িনি। কোনোদিন ছাড়বো না। বিগত সময়ে জুলুমের মাত্রা দেখে কোনো কোনো ব্যক্তি ও দেশ হিকমতের অংশ হিসেবে আমাদেরকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা বলেছিলাম নিরাপত্তা দেয়ার মালিক একমাত্র আল্লাহ। এই দেশটা আমাদের, যতদিন আল্লাহ হায়াত দেন এ দেশেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করে যাবো।

ডা. শফিক বলেন,‘আমরা বার বার বলছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, এবার দুর্নীতি-লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রামেও বিজয়ী হতে হবে।’

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেটের কেউ যদি সরকারের শহীদ ও আহতদের তালিকায় তালিকাভুক্ত না হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো।



আপনার মূল্যবান মতামত দিন: