odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৫ July ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৫ July ২০২৫ ২৩:৫৯

ফেনীতে রাস্তার পাশে পড়ে যাওয়া পিকআপ ভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় দুই ভাই নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, মোশারফ হোসেন (৩৮) ও তার ছোট ভাই একরাম হোসেন (৩২)। তাদের বাড়ি সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজীবাড়ী। তাদের বাবার নাম শাহ আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে পিকআপ ভ্যান নিয়ে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের হিরাপুরে বাড়ি ফিরছিলেন একটি কোম্পানির পিকআপচালক একরাম হোসেন নিরব।

পথে তেমুহনী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে একই কোম্পানিতে কর্মরত মোশারফ হোসেন ছোট ভাই একরামকে নিয়ে পিকআপটি উদ্ধারে যান। সেখানে আরেকটি পিকআপ ভ্যান দিয়ে টেনে তোলার সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী লালসবুজ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

প্রত্যক্ষদর্শী একরাম হোসেন নিরব বলেন, বাস চাপায় একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যৃ হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আবেদনের প্রেক্ষিতে দুই ভাইয়ের মরদেহ পরিবারকে বুঝিয়ে দোয়া হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: