ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫
সম্পাদনা পরিষদের আশাবাদ

নতুন প্রতিনিধি, নতুন সম্ভাবনা: বস্তুনিষ্ঠতার পথে অধিকারপত্র ডটকম

odhikarpatra | প্রকাশিত: ২৩ August ২০২৫ ২১:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ August ২০২৫ ২১:৩৯

অধিকারভিত্তিক সাংবাদিকতার অঙ্গনে আমাদের অধিকারপত্র ডটকম ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে একটি আস্থাভাজন ও নিরপেক্ষ সংবাদ প্ল্যাটফর্ম হিসেবে। পাঠকের বিশ্বাসের জায়গা থেকে শুরু হওয়া এই যাত্রায় এবার যুক্ত হলো নতুন সম্ভাবনার দিগন্ত। তিনজন নবীন ও অভিজ্ঞ সংবাদকর্মীর যোগদানের মাধ্যমে প্ল্যাটফর্মটি পেতে চলেছে আরও দৃঢ়তা ও প্রাণচাঞ্চল্য।

অধিকারপত্রের সম্পাদনা পরিষদ এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন—

“বস্তুনিষ্ঠ অধিকারভিত্তিক সাংবাদিকতার বিশ্বস্ত এই প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হলো তিন নতুন সাংবাদিকের যোগদানে। আমরা বিশ্বাস করি, মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে ইতিবাচক ধারার সাংবাদিকতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের প্রয়াস আরো বেগবান হবে।”

এই নতুন যাত্রা কেবল একটি অনলাইন সংবাদপোর্টালের শক্তি বৃদ্ধি নয়; বরং গণমানুষের কণ্ঠস্বরকে আরও সুসংহতভাবে উপস্থাপনেরও প্রতিশ্রুতি বহন করছে। তরুণ সাংবাদিকদের উদ্যম ও অভিজ্ঞতার মেলবন্ধন আমাদের অধিকারপত্র ডটকমকে আগামী দিনে একটি আরও বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও মানবিক গণমাধ্যমে পরিণত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন পাঠক ও শুভানুধ্যায়ীরাও।

সম্পাদনা পরিষদের পক্ষে সম্পাদকের আনুষ্ঠানিক অভিনন্দন বিবৃতি

 অধিকারপত্র পরিবারে স্বাগতম

— আপনার কণ্ঠ, আপনার অধিকার —

অধিকারপত্রে নবনিযুক্ত তিন সাংবাদিককে আন্তরিক স্বাগতম:

  1. মোঃ সাইদুর রহমানবিশেষ সংবাদদাতা
  2. মোঃ আতিক মন্ডলঢাবি বিশেষ প্রতিনিধি
  3. তপু আহমেদজবি ও পুরান ঢাবা বিশেষ প্রতিনিধি

সাংবাদিকতায় আপনাদের নিষ্ঠা, সততা ও সত্যনিষ্ঠা আমাদের অধিকারপত্রকে আরও শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি, আপনাদের যুক্ত হওয়ায় মানুষের কণ্ঠস্বর আরও বস্তুনিষ্ঠভাবে প্রতিফলিত হবে এবং অধিকারভিত্তিক সাংবাদিকতার ধারায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন সম্ভব হবে।

স্বাগতম—চলুন একসাথে সত্য, অধিকার ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাই।



আপনার মূল্যবান মতামত দিন: