
অধিকারপত্র ডেস্ক, বান্দরবান, ৩ সেপ্টেম্বর ২০২৫
বান্দরবানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিতে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরী, ও সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, প্রমুখ।
আয়োজকরা জানান, ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য ৬৭ জনের তালিকা তৈরি করা হয়েছে; তার মধ্যে প্রথম ধাপে ৩০ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: