অধিকারপত্র ডেস্ক
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ — আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) একটি নতুন আঞ্চলিক উদ্যোগ প্রস্তাব করেছে, যা রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের অংশ হিসেবে, বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে এক আন্তঃরাষ্ট্রীয় সম্মেলন আয়োজন করার প্রস্তাব রাখেন তারা।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন:
“দুটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত। একটি হলো রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে আসিয়ান-নেতৃত্বাধীন প্রচেষ্টা। আরেকটি হলো রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান–বাংলাদেশ–চীন ত্রিপক্ষীয় উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলন।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সময় পুনরায় আহ্বান জানান যে, বাংলাদেশকে আসিয়ানের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে—যাতে আমরা নিজেদের গুরুত্বপূর্ণ বিবেচিত বিষয়গুলো আলোচনা করতে পারি:
“আমরা আসিয়ানের খাতভিত্তিক সংলাপের সহযোগী হতে চাই। আমরা বারবার এ কথাই বলে আসছি। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই রোহিঙ্গা বিষয়টি আসিয়ানের আলোচনায় তুলতে পারছি না। অথচ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট সমাধান করা প্রয়োজন।”
এছাড়াও তিনি আরও বলেন:
“এপিএইচআর যেন একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন করে, যেখানে বাংলাদেশকে আমন্ত্রিত দেশ হিসেবে যুক্ত করা যায়। এটি আমাদের জন্য জরুরি, কারণ এই সমস্যা এখন আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
চার্লস সান্তিয়াগো জানান, “২০১৮ সালে আসিয়ানের সংসদ সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং সেদিন থেকেই এটি আমাদের মনোযোগে রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আমরা কিছুটা নীরব ছিলাম, কারণ আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিয়েছিলাম।”
সাক্ষাৎসভায় আরও উপস্থিত ছিলেন: মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল, এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চনলাথন সুপাইবুনলার্ড।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: