খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শুক্রবার একদিনে ৬ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিভিন্ন থানার পক্ষ থেকে পাঠানো এসব মরদেহ আইনানুগ প্রক্রিয়ায় হাসপাতালে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ উদঘাটনে সংশ্লিষ্ট চিকিৎসকরা পৃথকভাবে প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করেন। এসময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ আনা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু মৃত্যু স্বাভাবিক, আবার কিছু মৃত্যুতে রহস্য থাকতে পারে। তবে চূড়ান্তভাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।
ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তারা গুরুত্বসহকারে কাজ করছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: