odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ইবি বিএনসিসি সেনা প্লাটুনের নেতৃত্বে মোসাদ্দেক-অদিতি

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৫ ১৮:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৫ ১৮:৩৪

ইবি প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনের নতুন নেতৃত্ব পেয়েছে। আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অদিতি ডালি সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১৬ সেপ্টেম্বর দুপুর ২টায় সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম ও প্লাটুন প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আগামী এক বছরের জন্য তারা ডেলটা কোম্পানির অধীন ইবি মেইল ও ফিমেল প্লাটুনের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিন ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদে উন্নীত হন মো. মহিউদ্দিন ও সুইটি পাল। এছাড়া ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন মো. নাফিজ আহমেদ, উম্মে হাবীবা রৌজা ও মায়িশা ফারজানা।

গত আগস্টে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোসাদ্দেক ও অদিতি চূড়ান্তভাবে সার্জেন্ট পদে মনোনীত হন।

দায়িত্ব গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে মোসাদ্দেক হোসেন বলেন,

"সার্জেন্ট হিসেবে যে দায়িত্ব পেয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার লক্ষ্য থাকবে প্লাটুনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্যাডেটদের নৈতিকতা ও শৃঙ্খলার মান বজায় রেখে দক্ষ করে তোলা। সবার দোয়া কামনা করছি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।"

উল্লেখ্য, মোসাদ্দেক ও অদিতি এর আগে ১টি ব্যাটালিয়ন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। তারা ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্যারেডসহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

# সামিউল 



আপনার মূল্যবান মতামত দিন: