odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫
মিরপুরে রুদ্ধশ্বাস ম্যাচে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিং, সুপার ওভারে মোহাম্মদ সাইফ হাসানের নায়কত্ব—শেষ পর্যন্ত সিরিজ সমতায় ফিরল দুই দল

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় সিরিজ ১-১ এ সমতা

Special Correspondent | প্রকাশিত: ২১ October ২০২৫ ২২:২৩

Special Correspondent
প্রকাশিত: ২১ October ২০২৫ ২২:২৩

মিরপুর, ঢাকা

ক্রিকেট কখনো কতটা নাটকীয় হতে পারে, তা আজ মিরপুরের মাঠে প্রত্যক্ষ করলেন দর্শকরা। জয়ের খুব কাছে গিয়ে শেষ বলের নাটকীয়তায় ম্যাচ টাই করে বাংলাদেশ। তবে সুপার ওভারে স্বাগতিকরা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি। রুদ্ধশ্বাস এই লড়াই শেষে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় ফিরল। বাংলাদেশের ইনিংস ২১৩ রানের মধ্যমাত্রা নিয়ে শুরু হলেও দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ নিজেদের দখলেই রাখে। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান, হাতে ছিল ২ উইকেট। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পার্ট-টাইম স্পিনার মোহাম্মদ সাইফ হাসানের হাতে বল তুলে দেন। সাইফ প্রথম দুই বলে ডট দিয়ে ম্যাচের উত্তেজনা ধরে রাখেন। পরের দুই বলে আসে দুই সিঙ্গেল। সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান। পঞ্চম বলে আকিল হোসেনকে বোল্ড করে সাইফ বাংলাদেশকে জয়ের এক ধাপ এগিয়ে নিয়ে যান। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান, হাতে মাত্র ১ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার খারি পিয়েরের শট উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ধরতে পারলে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও যায়, কিন্তু কঠিন ক্যাচটি হাতছাড়া হওয়ায় ম্যাচ টাই হয়ে যায়। বাংলাদেশের ব্যাটিং আবারও উদ্বেগজনকভাবে শুরু হলেও শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংস দলের জন্য লড়াকু পুঁজি এনে দেয়। মাত্র ১৪ বলে ৩ চারের ও ৪ ছক্কায় রিশাদ অপরাজিত ৩৯ রান করেন, যা ১০ বলের বেশি খেলা ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট (২৭৮.৫৭) হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। এছাড়া সৌম্য সরকার ৪৫ ও মেহেদী হাসান মিরাজ ৩২ রান যোগ করেন। এই ম্যাচে একটি বিরল বিশ্বরেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো দল তাদের পুরো ৫০ ওভার স্পিনারদের মাধ্যমে বল করেছে।

- মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি, অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: