odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৫ ০২:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৫ ০২:৪৪

ফরিদপুর প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

প্রকাশ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, রাত ১০:২০

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াপদা মোড়ে এ ঘটনা ঘটে।

 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু–এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

বিকেলে দুটি পক্ষই একই স্থানে কর্মসূচি পালন করতে আসলে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষকারীরা ওয়াপদা মোড়ের হারুন কমপ্লেক্স ভবনসহ আশপাশের বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

 ফায়ার সার্ভিস বাধার মুখে, পরে সেনাবাহিনী-পুলিশে নিয়ন্ত্রণ

আগুন নেভাতে বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধরা তাদের বাধা দেয়। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন,

“আমরা শান্তিপূর্ণভাবে বিপ্লব ও সংহতি দিবসের মিছিল আয়োজন করেছিলাম। ঝুনু গ্রুপ অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের বহু কর্মীকে আহত করেছে।”

অন্যদিকে উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু অভিযোগ করেন,

“আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অন্য পক্ষের কর্মীরা হামলা চালিয়েছে। তারা আমাদের পার্টি অফিসে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি তদন্তাধীন, পরে বিস্তারিত জানানো হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: