odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খেলাফত মজলিস: গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজনের সিদ্ধান্ত যথার্থ নয়

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:৫০

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে যথার্থ মনে করছে না খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারি করা ইতিবাচক এবং জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি।”

তবে তিনি সতর্ক করেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করলে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হতে পারে। জনগণ এবং রাজনৈতিক দলগুলোতে এ বিষয়ে সংশয় আছে যে নির্বাচন কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কি না। এটি সনদ বাস্তবায়নে জটিলতা তৈরি করতে পারে।”

মাওলানা আবদুল বাছিত আরও উল্লেখ করেন, “যদি সরকার আন্তরিক হয়, তবে গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা সম্ভব।”



আপনার মূল্যবান মতামত দিন: