✍️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় আবেগঘন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি সব বাংলাদেশির বুকের ভেতরে আছ। বাংলাদেশ যত দিন থাকবে, তুমি তত দিন আমাদের হৃদয়ে থাকবে।”
জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদি যে আদর্শ ও বার্তা রেখে গেছেন, তা বাস্তবায়নের অঙ্গীকার করতেই আজকের এই উপস্থিতি। তাঁর ভাষায়, “আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি—তুমি যা বলে গেছ, তা আমরা বাস্তবায়ন করব।”
ড. ইউনূস আরও বলেন, দেশের মানুষ ওসমান হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক অবস্থানের প্রশংসা করেছে। তিনি উল্লেখ করেন, হাদি এমন এক “মন্ত্র” রেখে গেছেন, যা জাতির চেতনায় চিরকাল অনুরণিত হবে—‘চির উন্নত মম শির’। এই মন্ত্রের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ কখনো মাথা নত করবে না; বিশ্বদরবারে মাথা উঁচু করেই চলবে।
নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ওসমান হাদি শুধু নির্বাচনে অংশ নিতে চাননি, বরং রাজনীতিতে শালীনতা, বিনয় ও জনসংযোগের নৈতিক পথ দেখিয়ে গেছেন। “কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে, বিনীতভাবে রাজনীতি করতে হয়—সবকিছু তিনি আমাদের শিখিয়ে গেছেন,” বলেন তিনি।
জানাজায় বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও এখনো খুনি গ্রেপ্তার হয়নি। তিনি দাবি করেন, খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীসহ পুরো চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন তিনি।
আজ বেলা দুইটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: