odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th January 2026, ৫th January ২০২৬
ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখন মার্কিন হেফাজতে?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ‘ডেল্টা ফোর্স’ গ্রেপ্তার করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের

odhikarpatra | প্রকাশিত: ৩ January ২০২৬ ১৬:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৩ January ২০২৬ ১৬:৩৭

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ভেনেজুয়েলায় বড় পরিসরের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোররাতে এ অভিযানের কথা জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা তাঁকে বর্তমানে কোথায় রাখা হয়েছে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি ট্রাম্প। তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স এই অভিযানে অংশ নেয়।

ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপন ও প্রশিক্ষিত বিশেষ ইউনিটগুলোর একটি। মূলত উচ্চঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক অভিযানে এ বাহিনী ব্যবহৃত হয়ে থাকে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর রাজধানী কারাকাসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এর একটি হলো রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি

অন্যটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মাদুরো অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

এর আগে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণার ঘোষণা দিয়েছিল। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছিল।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক মহলে এ ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: