ক্যাম্পাস প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাস চালক, সুপারভাইজার ও স্থানীয় তিনজনসহ মোট পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের ভাটিয়ারী থেকে কুমিল্লার উদ্দেশ্যে তিশা প্লাটিনাম নামের একটি যাত্রীবাহী বাসে যাত্রা করেন। যাত্রাপথে সিট ঠিক করে দেওয়ার অজুহাতে বাসের হেলপার ওই শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরে ওই শিক্ষার্থী বিষয়টি নিজ বিভাগের শিক্ষক ও সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পদুয়াবাজার এলাকার নুরজাহান হোটেলের সামনে বাসটি থামান। এ সময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে এবং গালাগালি করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পাঁচজন আটক
ঘটনার পর পুলিশকে খবর দিলে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে তাৎক্ষণিক আটক করে। পরে শিক্ষার্থীরা বাসটি ক্যাম্পাসে নিয়ে গেলে বাস চালক ও সুপারভাইজারকেও আটক করা হয়।
নুরজাহান হোটেলের সামনে থেকে আটক তিনজন হলেন—
- সাব্বির হোসেন (২৫), শ্রীবল্লভপুর, সদর দক্ষিণ
- নাজমুল হাসান (১৬), কচুয়া চৌমুহনী
- রবিউল ইসলাম (১৭), কাজীপাড়া
ক্যাম্পাস থেকে আটককৃতরা হলেন—
- বাস চালক আলমগীর (৩০)
- সুপারভাইজার মামুন (৩১)
শিক্ষক ও প্রশাসনের বক্তব্য
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার বলেন,
“শিক্ষার্থী শুধু তার সিট ঠিক করে দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু হেলপার ইচ্ছাকৃতভাবে অশালীন আচরণ করেছে। শিক্ষার্থী এখন মানসিকভাবে বিপর্যস্ত। সে মামলার বিষয়ে সম্মত এবং আদালতে জবানবন্দি দিতে প্রস্তুত।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন,
“ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে।”
পুলিশের বক্তব্য
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বলেন,
“ভিকটিমের বক্তব্য ও প্রক্টরিয়াল বডির তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে মারামারির অভিযোগে তিনজন এবং ক্যাম্পাস থেকে দুইজনসহ মোট পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
রিপোর্ট: শাহরিয়ার হাসান জুবায়ের
তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬
চলন্ত বাসে শ্লীলতাহানি সদর দক্ষিণ থানা কুবি ছাত্রী নির্যাতন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাস হেনস্তা কুবি নারী শিক্ষার্থী হেনস্তা

আপনার মূল্যবান মতামত দিন: