odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 30th January 2026, ৩০th January ২০২৬
২০২৫ সালে টেসলার রাজস্ব কমেছে ৩ শতাংশ, মুনাফা পড়েছে ৬১ শতাংশ—মডেল এস ও এক্স উৎপাদন বন্ধ করে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

মুনাফায় ৬১% ধস: গাড়ি ছেড়ে রোবট ও এআই-তে ঝুঁকছে ইলন মাস্ক

Special Correspondent | প্রকাশিত: ৩০ January ২০২৬ ০১:৩০

Special Correspondent
প্রকাশিত: ৩০ January ২০২৬ ০১:৩০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করা টেসলা এবার তাদের দীর্ঘদিনের পথচলা থেকে সরে আসার এক সাহসী ও কিছুটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো আয় হ্রাসের খবর পাওয়ার পর প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন টেসলার আইকনিক মডেল এস (Model S) এবং মডেল এক্স (Model X) গাড়িগুলোর উৎপাদন বন্ধ করে দেওয়া হচ্ছে।

আয়ে ধস ও বিনিয়োগের বিশাল লক্ষ্যমাত্রা

২০২৫ সালের বার্ষিক রিপোর্টে দেখা গেছে, টেসলার মোট আয় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৯৪.৮ বিলিয়ন ডলারে। এর চেয়েও ভয়াবহ চিত্র দেখা গেছে মুনাফায়; কোম্পানির নিট মুনাফা ৬১ শতাংশ কমে মাত্র ৮৪০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এই ধসে বিচলিত না হয়ে মাস্ক উল্টো এক বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সালে টেসলা ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার খরচ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), হিউম্যানয়েড রোবট এবং স্বয়ংচালিত গাড়ি (Robotaxi) তৈরির প্রকল্পে। মাস্ক একে বর্ণনা করেছেন কোম্পানির জন্য একটি এপিক ফিউচার বা মহাকাব্যিক ভবিষ্যৎ হিসেবে।

ক্যালিফোর্নিয়া ফ্যাক্টরিতে এবার আসবে অপ্টিমাস রোবট

ক্যালিফোর্নিয়া ফ্যাক্টরিতে এতদিন টেসলার প্রিমিয়াম মডেল এস এবং এক্স তৈরি হতো, সেই কারখানাটি এখন রোবট তৈরির জন্য পুনর্গঠন করা হবে। টেসলার লক্ষ্য বছরে ১০ লাখ 'অপ্টিমাস' (Optimus) হিউম্যানয়েড রোবট তৈরি করা। মাস্কের মতে, এই রোবটগুলোই হবে টেসলার ইতিহাসের সেরা পণ্য।

ট্রাম্পের প্রশাসন ও রাজনৈতিক বিতর্ক

টেসলার এই ব্যবসায়িক মন্দার পেছনে ইলন মাস্কের সাম্প্রতিক রাজনৈতিক সংশ্লিষ্টতাকে দায়ী করছেন অনেক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ডিওজিই (DOGE) বিভাগে মাস্কের সংক্ষিপ্ত ও বিতর্কিত ভূমিকা টেসলার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে টেসলা গাড়ি মালিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং অনেক গ্রাহক টেসলা কেনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। গত মে মাসে মাস্ক ট্রাম্পের প্রশাসন ত্যাগ করলেও বিক্রির গ্রাফ আর আগের জায়গায় ফেরেনি।

যুক্তরাজ্যের সাথে দ্বন্দ্ব ও সাইবারক্যাব

যুক্তরাজ্য সরকারের সাথেও সম্প্রতি মাস্কের বাদানুবাদ হয়েছে সামাজিক মাধ্যম ‘X’ এবং এর এআই টুল ‘Grok’ নিয়ে। এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরির ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের চাপের মুখে ‘X’ তাদের এআই নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এতসব বিতর্কের মাঝেও টেসলা তাদের সাইবারক্যাব (Cybercab) প্রকল্পের দিকে তাকিয়ে আছে। এটি এমন একটি যান যাতে কোনো প্যাডেল বা স্টিয়ারিং হুইল থাকবে না। মাস্কের বিশ্বাস, ভবিষ্যতে টেসলা একটি সাধারণ গাড়ি নির্মাতার বদলে একটি এআই ও রোবটিক্স কোম্পানি হিসেবে বিশ্ব জয় করবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: