odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
প্রবাসীদের বৈশাখ বাংগালির মিলন মেলা বেলজিয়ামে

বেলজিয়ামস্থ, বাংলাদেশ হাইকমিশনের বর্নিল বাংলা বর্ষবরণ উদযাপিত

raisul islam russal | প্রকাশিত: ১৫ April ২০১৮ ০২:১০

raisul islam russal
প্রকাশিত: ১৫ April ২০১৮ ০২:১০

বেলজিয়ামস্থ, বাংলাদেশ হাইকমিশনের বর্নিল বাংলা বর্ষবরণ উদযাপিত,

রাইসুল ইসলাম রাসেল,

বেলজিয়াম, প্রতিনিধি,

নাচ, গান, কবিতা আবৃতি,দেশীয় বুফে খাবার, এবং বিভিন্ন বাংলাদেশীয় সাংকৃতিক আবহে বেলজিয়াম দূতাবাস পহেলা বৈশাখ উদযাপন করে,

বেলজিয়ামস্থ বাংগালিদের মিলন মেলায় পরিণত হয় বেলজিয়াম বাংলাদেশ হাইকমিশন, দেশীয় খাবার, দেশীয়, গান, সাংকৃতিক। বেলজিয়াম হাইকমিশ্ কে মনে হয় বাংলাদেশেই আছি যানান বেলজিয়াম আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক আক্তারুজ্জাম আক্তার বলেন, আমার দুই সন্তান এবং আমার বউ অনেক মজা করেছে,

সংগীত পরিবেশনে-এম.এম মোর্শেদ রুমা, একরাম, দূতালয় প্রধান আন্দালিব ইলিয়াছ, তিনি গান গেয়ে ও তবলা বাজিয়ে উতসাহিত করেন সকল প্রবাসী বাংলাদেশীদের। মিঃ ও মিসেস ইস্কান্দার মির্জা, শাহাদাৎ হোসাইন সহ আরো অনেকে,

ছড়া-কবিতায়- আন্দালিব ইলিয়াছ,আরিফুর হক,বীর মুক্তিযোদ্ধা-একরাম চৌধুরী ও আ.ফ.ম গোলাম জিলানী (জুয়েল), সহকারী রাষ্ট্রদুত- শাহাদাৎ হোসাইন এর পরিচালনায় অনুসঠান হয়ে উঠে জাঁকজমক পূর্ণ।

বেলজিয়ামস্থ ,আমাদের অধিকারপএ প্রতিনিধি, ও বেলজিয়াম আওয়ামীলীগ দপ্তরসম্পাদক,রাইসুল ইসলাম রাসেল " মেলায় যাইরে বাসন্তী অই শারী পরে ললনারা যায় যে হেটে, মেলায় যাইরে" এ গান গেয়ে সবাই কে তাক লাগিয়ে দেন এবং

বেলজিয়ামস্থ বাংলাদেশী প্রবাসীদের কিছুক্ষণের জন্য নিয়ে যায় বাংলাদেশর টি এস সি, রবিন্দ্র সরোবরে, সকলের চোখের কোনে আনন্দ অশ্রুজল গড়িয়ে পরে, নসটাল জিয়ায় ভূগে মানুষ কল্পনার জগতে চলে আসে বাংলাদেশর রমনা বটমুলে



আপনার মূল্যবান মতামত দিন: