odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

গর্ভকালীন সময়ে যথার্থ পরিচর্যার অভাবে বাংলাদেশে সেরিব্রাল পালসি রোগের প্রকোপ বেশি।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ April ২০১৮ ১৬:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ April ২০১৮ ১৬:১৮

গর্ভকালীন সময়ে যথার্থ পরিচর্যার অভাবে বাংলাদেশে সেরিব্রাল পালসি রোগের প্রকোপ বেশি  শিশু বিকাশজনিত রোগ সেরিব্রাল পালসি নিয়ে এক কর্মশালায় বক্তারা বলেন, গর্ভকালীন সময়ে যথার্থ পরিচর্যার অভাবে বাংলাদেশে সেরিব্রাল পালসি রোগের প্রকোপ বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা.মিলন হলে ইপনা ইনস্টিটিউট-এর আয়োজনে ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলজি অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, বিশ্বখ্যাত শিশু ¯œায়ুরোগ বিশেষজ্ঞ ভারতের অধ্যাপক প্রতিভা সিংহী, ইংল্যান্ডের ডা. বিজু আব্দুল হামিদ, ভারতের ডা. হারলিন উপল ও বিএসএমএমইউ-এর ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার।
ইপনা-এর সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কু-ু বলেন, সেরিব্রাল পালসি হলো শিশুদের বিকাশজনিত এক ধরণের সমস্যা। যা শিশুর জন্মের সময়, মায়ের গর্ভে থাকাকালীন অথবা জন্মের পরে মস্তিষ্কে আঘাতজনিত কারণে হয়ে থাকে। এর ফলে শিশুর শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি কথা বলা, কানে শোনা এমন কি দৃষ্টি শক্তির ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। বাংলাদেশে এ ধরণের বুদ্ধি প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে বিশ্বে প্রতি হাজার শিশুর মধ্যে দুই থেকে তিন জন শিশুর এই সমস্যা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সেরিব্রাল পালসি রোগের বর্তমান পরিস্থিতি ও এর নিরাময়ে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালার সারাদেশের প্রায় চার শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: