odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫
আমাদের একদিনের সৌখিনতা বাদদিয়ে সেই টাকা দান করলে একটি জিবন বাচবে

আমাদের একদিনের হাতখরচ/বাজেখরচ/ইনকামের টাকা, সন্তান বলতে পারবে বাবা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ April ২০১৮ ০২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ April ২০১৮ ০২:২২

আকাশ ঘোষ পিতা তারক ঘোষ। ৪২নং গোয়ালনগর, কোতওয়ালি থানা,বসবাস করে প্রোগজ স্কুল এন্ড কলেজ এর ছাএ ছিল,ভালো ফুটবল খেলত একসময়, চোখে অনেক সপ্ন ছিল বুকভরা আশাছিল,দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ও দমে যায়নি প্রাইভেট পরিয়ে এগিয়ে যাচ্ছিল তার সপ্নবাস্তবায়নের পথে, বেসরকারি বিশসবিদ্যালয়ে বি বি এ, ২ য় সেমিস্টার এর ছাত্র কিন্তু বিধিবাম ভাগ্য/ প্রকৃতির নিষ্ঠুর আঘাত হানে তার চলার পথে প্রানের চেয়ে প্রিয় বাবা আজ মৃত্যু পথযাএী, একটি টিউমার এবং ডাক্তারের ভুল চিকিৎসা ওদের যা ছিলো সব শেষ করে দিলো তার পরও যদি বাবা সুস্থ হতো লেমোরোসকপি ক্যান্সার , এখন তো আর কিছু নেই আমাদের, কিন্তু চিকিৎসক বলেছে এই ক্যান্সার ভালো হবে উন্নত চিকিৎসা করালে জানালো আমাকে , ওর মহল্লার বর ভাই আমার পরিচিত ও খুব ঘনিষ্ঠ। ছেলে হিসাবে আমার জানামতে ভালো সদরঘাট ব্যাবসা করে, আমাকে বলে ভাইআমরা সবাই মিলে যদি ছেলটার বাবকে চিকিৎসাকরার জন্য যদি কিছু সাহায্য করি তাহলে ওর বাবকে আল্লাহ্‌ চাহে তো বাচাতে পারবো। দশের লাঠি একের বোজা তাই আমি আমাদের অধিকারপএ পঠকের উদেশ্য আহবান জানাচ্ছি আমাদের একদিনের হাতখরচ/ বাজে খরচ / আায়/ কামাই যদি তারেক ঘোষের চিকিৎসা র জন্য সাহায্য করি, বেচে যাবে একটি জিবন বাচবে একটি পরিবার, আকাশ পাবে বাবা আর আমারা যার সহযোগীতা করবো তার পাবো একটি বাচাতে পারার আত্ততৃপ্তি 

Akash Ghosh
Tuesday at 19:16
আমার বাবাকে বাঁচানঃ

আমার বাবা ক্যান্সার আক্রান্ত। চার মাস আগে উনার টিউমার হয়। সেটা ক্যান্সারে রূপ নেয়। আমার টিউমার অপারেশন হয় আনোয়ার খান মর্ডান হসপিটালে। ডাক্তারে কথা অনুযায়ী পরে ডেল্টা হসপিটালে রেডিও থেরাপি দেওয়া হয়। কিন্তু সেটা একমাসের অন্তর আবার টিউমার আকারে ফিরে আসে। আগের যে স্থানে ক্যান্সার হয় এবার সেটা হয় একটু নিচে। এখন তার দ্রুত অপারেশন এর সাথে ক্যামো থেরাপি প্রয়োজন।আমাদের অর্থের অভাবে এখন তার চিকিৎসা করাতে পারছিনা। এখন তার অবস্থা আশংকাজনক। দ্রুত ভারত পাঠাতে হবে।অপারেশন এবং ক্যামোথেরাপি জন্য প্রয়োজন ৩-৪ লাখ টাকা।পূর্বে চিকিৎসা করিয়ে এখন আবার চিকিৎসা করানোর মত সামর্থ্য এখন আর আমাদের নেই।দয়া করে আপনারা আমার বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন।

আপনাদের একটু সাহায্য আমার বাবাকে বাঁচাতে পারে। নিচে আমারদের সব ডিটেলস এবং আমার বাবার চিকিৎসার ডকুমেন্টস দিলাম।দয়া করে পোস্টটি শেয়ার করে দিবেন।

অনুদানের জন্য:

বিকাশ :০১৯ ৩৮০ ৫২০ ৩৯

ব্যাংক হিসাব নং :১১৮ ১৫১ ০০৭০ ৫৫৫ (ডাচ বাংলা ব্যাংক) [Islampur Branch]



আপনার মূল্যবান মতামত দিন: