odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।

সামাজিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সমাজের অসুস্থ ধারা থেকে বেরিয়ে আসতে হবে -পলাশ।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ April ২০১৮ ০১:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ April ২০১৮ ০১:৩১

উওর মধ্যপাড়া একতা সংসদের অয়োজনে ২৭ এপ্রিল আজ বিকালে মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ উওর মধ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলোয়ারদের উদ্দেশ্য বলেন,

তীব্র প্রতিযোগিতায় মাধ্যমে ক্রিড়া নৈপুন্য দিয়ে বিজয় আনতে হবে আক্রমণ করে নয় খেলাধুলায় জয় পরাজয় থাকবেই তাই বলে তা অর্জন করার জন্য প্রতি হিংসা আক্রমণ নয় ভালো কিরিয়া শৈলীর মাধ্যমে একে অন্যর প্রতি শ্রদ্ধাবোদ দিয়ে বিজয় অর্জন করতে হবে , তাই বলে বিজয়ী উল্লাশ নয় আর বিজেতার নৈরাশ্য নয় বরং আগামীর জন্য উভয় কে প্রস্তুত হতে হবে , সমাজে এমন খেলাধুলার আরো বেশী আয়োজন করতে হবে তাহলে সমাজ থেকে অসামাজিকতা তথা মাদক দুর হবে মাহবুবুর রহমান পলাশ বলেন;

আগে এরকম খেলাধুলা সমাজে বেশী ছিল আর মাদকতা কম ছিল , এখন সমাজে খেলাধুলা কমে গেছে মাদকতা কমে গেছে , এমন ধরনের উদ্যোগ আমাকে বলাতে আমি গর্বিত আমার এলাকার পরয়োজনে সবসময় আছি ছিলাম থাকবো .,ইছাপুরা উচ্চ বিদ্যালয় অভিবাবক প্রতিনিধি শামিম হওলাদার বলেন পলাশ আমাদের গর্ব ওঁকে আমার গ্রামের খেলাতে প্রধান অতিথি করতে পারায় আমি গর্বিত;

মাহবুবুর রহমান পলাশ এর ইতিহাস বলে শেষকরা যাবে না ওর জন্য দোয়া রইলো ও আরো উচ্চ স্থানে  অধিষ্ঠিত করুক । তারপর মাহবুবুর রহমান পলাশ মাঝ মাঠ হতে এক কিকে বল সোজা গোলপোস্ট এর ভিতর দিয়ে.

খেলা শুরু হয় ,বিরতির সময় মোশারফ হোসেন   মাহবুবর রহমান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন. খেলা চরম উওেজনাপূরন হয়

  শুক্রবার বিকাল বিকাল ৩টায় উপজেলার  উওর মধ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।

৮ টিমের এ খেলায় সিক্স স্টার  মোসতফাগঞ্জ ও ইয়ুথটাই মধ্যপাড়ার সাথে খেলা অনুষ্ঠিত হয় । সিক্স স্টার  মোস্তফাগঞ্জ ৪/১গোলে  ইয়ুথটাই মধ্যপাড়াকে পরাজিত করে ।

এ অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি ও অধিকারপত্র.কমের সম্পাদকমাহবুবুর রহমান পলাশ ।

এছাড়াও বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন  ইছাপুরা উচচ বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান শামিম হাওলাদার, যুব শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক  মো:শফিকুল ইসলাম,

 লালবাগ থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ওয়াহিদুলইসলাম স্বপন,

মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো:আলমগীর হোসেন মেম্বার,উপজেলা যুবলীগের আহবায়ককমিটির সদস্য জসিম মাহমুদ একতা যুব সংঘের আহবায়ক পলাশ হাওলাদার প্রমুখ ।

এছাড়া উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন  ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগণ।



আপনার মূল্যবান মতামত দিন: