odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ময়ূরের মাঝে ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ June ২০১৮ ১৮:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ June ২০১৮ ১৮:১৯

 

 ভারতের রাজধানী দিল্লীর পার্শ্ববর্তী গুরুগ্রাম শহরে ময়ূরের মাঝে ভাইরুলেন্ট নিউক্যাসল ডিজিজ (ভিএনডি) নামের একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানার এই শহরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে ২২টি ময়ূর মারা গেছে।
নমুনা পরীক্ষা করার পর ভারতের ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট নিশ্চিত করেছে এই রোগটি ভাইরাল ডিজিজ।
উল্লেখ্য, ময়ূর ভারতের জাতীয় পাখি। ওই এলাকায় কিছু অবৈধ পলট্রি ফার্মের মরা মুরগি থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গুরুগ্রাম শহরের বাইরে ভোন্ডসি, আখিমপুর ও টিকলি গ্রামে মৃত ময়ূরগুলো পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: