odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

ধানক্ষেতে পাওয়া গেল জীবিত নবজাতক!

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ October ২০১৮ ০৬:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ October ২০১৮ ০৬:২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের একটি ধানক্ষেতে বাজারের ব্যাগে জীবিত নবজাতক কন্যা শিশু পাওয়া গেছে। রবিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে ওই নবজাককে উদ্ধার করা হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা ওই নবজাকটিকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় দুই যুবক মিজানুর রহমান বিপুল, তার ছোট ভাই হৃদয় ও স্থানীয় লোকজন নিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা শিশুটিকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখন শিশুটি সুস্থ আছে।

জানা যায়, নবজাকটিকে উদ্ধারের পর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশের ধারণা ৪/৫ ঘণ্টা আগে নবজাতকটি জন্ম নিয়েছে। তবে শিশুটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: