ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ : সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় এবং স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দি থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। এটাই ছিল বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র চার বছরে তিনি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে র্যালির কর্মসূচি নিয়েছে বিএনপি। রাজধানীতে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে শেষ হবে।

আপনার মূল্যবান মতামত দিন: