odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

অসুস্থ চামেলীর পাশে জাতীয় দলের দুই ক্রিকেটার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ October ২০১৮ ০৯:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ October ২০১৮ ০৯:১৯

রাজশাহী নগরীর দরগা পাড়া এলাকায় ‘ক্রিকেটার চামেলী খাতুনের’ নাম বললেই যে কেউ চিনিয়ে দেবে তার পৈতৃক বাড়িটি। দুই জানালা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরই এখন চামেলীর পরিবারের ঠিকানা।

রাজশাহীর এই কৃতি সন্তান জাতীয় পর্যায়ের ক্রিকেটে যে অবদান রেখেছেন, তাতে করে মানবিক আবেদন থেকে হলেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন আগে। ২০১১ সালে জাতীয় প্রমীলা ক্রিকেট দলের হয়ে খেলা অলরাউন্ডার চামেলীর পরিবারকে বাঁচাতে হলে আগে তাকে সুস্থ্য করতে হবে।

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ২৯ বছর বয়সী প্রমীলা ক্রিকেটারের। যে কারণে সর্বস্তরের মানুষকে সহায়তা করার অনুরোধও জানান চামেলী খাতুন।

অসুস্থ চামেলী খাতুনের এই খবর পৌঁছে গেছে সবার কানে। তার অসুস্থতার কথা শুনে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে চামেলী জানিয়েছেন, তার অসুস্থতার খবর শুনে তার সাথে যোগাযোগ করেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সাকিব আল হাসান ফোন দিয়েছেন, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মোস্তাফিজুর রহমান আমার সাথে কথা বলেননি। তবে তিনি অন্য একজনকে দিয়ে কথা বলেছেন। তিনিও সাহায্য করবেন বলেছেন। তাদের ধন্যবাদ। এছাড়া ফাহিম স্যারকেও ধন্যবাদ। তিনিও আমার পাশে দাঁড়িয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: