odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ November ২০১৮ ১৫:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ November ২০১৮ ১৫:২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-বৃহস্পতিবার (১ নভেম্বর) ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০১৮ উদযাপন উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আমাদের নড়াইল প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে গিয়ে শেষ হয়।

এ সময় স্যানিটেশন দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী (অ. দা.) আ. গাফফার মোল্যার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুউদ্দিন, কালিয়া উপজেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আহমুদ আলা, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: