odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

ছোট বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত ভাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৮ ০১:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৮ ০১:৩৩

ছোট বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় শেখ ইমলাম পাভেল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে উত্যক্তকারী দুই যুবক। গুরুতর আহত অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত পাভেল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকার বাসিন্দা।

আহত যুবকের বন্ধু বিলাল হোসেন জানান, জুরাইন মাজারগেট এলাকায় কথা কাটাকাটির এক পর্যায় তুহিন-শাহিন নামে দুই যুবক পাভেলের পেটে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত পাভেলের অবস্থা গরুতর। তার অস্ত্রোপচার চলছে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহত পাভেলের বোনকে বিরক্ত করতো তুহিন ও শাহিন। পাভেল ঘটনার প্রতিবাদ করায় ওই দুজন মিলে পাভেলকে ছুরিকাঘাত করেছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: