odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

বগুড়ায় মাদক সেবীরা এখন অবৈধ ঔষধ সেবন করছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৮ ১১:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৮ ১১:২৯

বগুড়া, সারিয়াকান্দি প্রতিনিধি: সারাদেশে যখন চলছে প্রশাসনের মাদক বিরোধী অভিযান, ঠিক সে সময় মাদক সেবন করতে না পেয়ে বিভিন্ন কোম্পানির ব্যাথা নিরাময়, ঘুমের ঔষধ সহ বিভিন্ন ঔষধ যেগুলোকিনা সাধারন মানুষের জন্য নয় সে সকল ঔষধের দিকে ঝুকছেন মাদক সেবীরা। সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দিতে ঔষধ বিক্রেতারা মাদক সেবীদের কাছে অবৈধ ভাবে বিভিন্ন ঔষধ বিক্রির বিষয় টি প্রশাসনের নজরে আসে।

শনিবার সন্ধায় থানা চত্বরে উপজেলার ঔষধ ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় করেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন। এবং সে সময় ওসি হাসপাতাল/ক্লিনিকের ঔষধপত্র ছাড়া ঔষধ না দিতে ব্যাবসায়ীদের আহব্বান জানান। বিনিময় সভায নবাগত ওসি বলেন- যুব সমাজ কে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। তাই মাদক সেবীদের কাছে কোন অবৈধ ঔষধ বিক্রি নয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্মাদক মতিউর রহমান, ঔষধ ব্যাবসায়ী সমিতির সভাপতি হাবিবুর আলম, সাধারন সম্পাদক সৌকত হেসেন, বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, ব্যাবসায়ী জামাল উদ্দিন, সুফল আহমেদ সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

এসময় উপস্থিত সকল ব্যাবসায়ী অবৈধ ভাবে ঔষধ বিক্রি করবেন না বলে অঙ্গিকারও করেন।



আপনার মূল্যবান মতামত দিন: