odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

শীতের সময় কমলা খাওয়ার উপকার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ December ২০১৮ ২২:২৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ December ২০১৮ ২২:২৬

শীতের মৌসুমে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নানা প্রকার সমস্যা দেখা দেয়। শীতের সময় আবহাওয়ার বিপর্যয়, পরিবেশ দূষণের কারণে অনেক রোগ ব্যাধি দেখা দেয়। এছাড়া শীতের দিনে ত্বকে শুষ্ক ও ম্লান দেখায়। এই সময় বিভিন্ন ধরনের ফল খাওয়া উচিত। অন্য সব ফলের চেয়ে এই সময়ে কমলাকেই সেরা হিসেবে ধরা হয়।

শীতের সময় কমলা খেলে যে যে উপকার পাওয়া যাবে-

১. কমলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শুধু ওজনই কমায় না, হজমশক্তিও বাড়ায়। এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে।

২. শীতের দিনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক এবং হজম পদ্ধতি নাজুক অবস্থায় থাকে। কমলায় থাকা ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সব ধরনের ক্ষতি রোধ করে।

৩. শীতের দিনে কাশি একটি পরিচিত সমস্যা। এই সময় কমলা খেলে ঠাণ্ডা-কাশি প্রতিরোধ করা যায়।

৪. আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে কমলা, জাম্বুরা খেলে স্ট্রোকের ঝুঁকি কমে।

৫. নিয়মিত কমলা খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি কমে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: