odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬

অতিরিক্ত মদ্যপ পানে নব বধুর মৃত্যু

gazi anwar | প্রকাশিত: ৩ February ২০১৯ ০১:৪৭

gazi anwar
প্রকাশিত: ৩ February ২০১৯ ০১:৪৭

লৌহজংয়ে কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের পূর্নিমা (২৫) নামের এক গৃহবধূ অতিরিক্ত মদ্যপ পানে মৃত্যু হয়েছে বলে জানাযায়। পুলিশ ও হাসপাতাল সুএে জানাগেছে, বৃহস্পতিবার রাতে পূর্নিমা তার দেবরের সাথে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যায় সেখানে পূর্নিমা তার দেবর ও বন্ধুবান্ধবদের সাথে বিয়ার ও অতিরিক্ত মদ্যপ পান করেন। পরদিন শুক্রবার পূর্নিমা অসুস্থ্য হয়ে পরলে তাকে লৌহজং সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় পূর্নিমা মারা যায়। উপজেলা কর্র্তব্যত ডাঃ মোঃ হুমায়ুন কবির জানান তুলনার

বেশির পরিমান বিয়ার এবং মদ্যপ পানের কারনে এই নববধূ পূর্নিমা মৃত্যুহতেপারে ।

লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পুর্নিমা উপজেলার কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের প্রদীপের মেয়ে। গত তিন মাস আগে একই এলাকার সুমনের সাথে তার বিয়ে হয় বলে জানাযায়।



আপনার মূল্যবান মতামত দিন: