odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সুস্থ থাকতে যত্ন নিন নাভির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৯ ০৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৯ ০৮:৩৩

ডেস্ক

ত্বক সচেতন যারা, শীত এলেই দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তারা। কারণ শীতে ত্বক রুক্ষ হয়ে পড়ে আর সেজন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। কখনও ঠোঁট ফাটা, কখনও কালো ছোপ পড়ে ত্বক নির্জীব দেখানো, তো কখনও সাদা দাগের সমস্যা। কিন্তু আপনি জানেন কি সারা বছর নিয়মিত নাভির যত্ন নিলে রেহাই পেতে পারেন ত্বকের নানা সমস্যা থেকে? কেননা ত্বকের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাভির।

 

- ত্বকে ব্রণ, সাদা দাগের সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল।

- শীত কালে নিয়মিত নাভিতে সর্ষের তেল লাগালে ফাটা ঠোঁটের সমস্যা হবে না।

 

- দাগহীন, সুন্দর, উজ্জ্বল ত্বক কে না পেতে চায়? নিয়মিত নাভিতে আমন্ড অয়েল লাগালে পেতে পারেন উজ্জ্বল ত্বক।

 

- গোটা শীত কাল নাভিতে ঘি লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

 

- ত্বক, কালো নির্জীব দেখালে নাভিতে লেমন অয়েল লাগান।



আপনার মূল্যবান মতামত দিন: