odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫
২য় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সম্মেলনে হাসান মাহমুদের আহবান

নিজ সামর্থ্যে লড়ছে বাংলাদেশ, এগিয়ে আসুক বিশ্ব: তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ March ২০১৯ ২০:২৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ March ২০১৯ ২০:২৬

তথ্যমন্ত্রীর দপ্তর, ঢাকা। 

নিজ সামর্থ্যে লড়ছে বাংলাদেশ, এগিয়ে আসুক বিশ্ব- ২য় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সম্মেলনে তথ্যমন্ত্রী ঢাকা: শনিবার ৯ মার্চ, ২০১৯ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নিজস্ব সামর্থ্যে কাজ করে চলেছে বাংলাদেশ। আঞ্চলিক ও বিশ্ব সংস্থাগুলো থেকে প্রাপ্য অর্থায়নযোগ একাজকে আরো এগিয়ে নিতে পারে।' মন্ত্রী শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ২য় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সম্মেলনে (2nd International Conference on Climate Finance-ICCF) প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে পথ দেখিয়েছে' বলে তিনি বলেন, 'বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও ক্ষতির স্বীকার হচ্ছে সবচেয়ে বেশি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ফান্ড গঠন করে বিশ্বের বুকে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ।' 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে খাপখাওয়ানো ও যুগান্তকারী পরিবেশবান্ধব তৎপরতার জন্য ২০১৫ সালে চ্যাম্পিয়নস অভ দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন' উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশ গৃহকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে পৃথিবীর প্রথম স্থানে। মোট বিদ্যুৎ ব্যবহারকারীর ৩.৩% বা ৫৫ লক্ষ বসতবাড়িতে ৫৬০ মেগাওয়াট এখন সৌর বিদ্যুত। শিগগিরই এ হার ১০% এ উন্নীত হবে।' বেলজিয়াম থেকে পরিবেশবিজ্ঞানে ডক্টরেট ...



আপনার মূল্যবান মতামত দিন: