odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫
বগুড়া শেরপুরে বিশেষ ক্লাশের নামে চলছে কোচিং বানিজ্যের অভিযোগ

বগুড়ার শেরপুরে ভুট্টার চাষ ক্ষ্যাত শালফার কৃষকের মুখে হাসি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ March ২০১৯ ০৩:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ March ২০১৯ ০৩:১৮

বগুড়া শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও “সততা ষ্টোর” উদ্ধোধন

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া শেরপুরে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও “সততা ষ্টোর” উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর শহীদিয়া কামিল মাদ্রসার উদ্যোগে অধ্যক্ষ হাফিুজর রহমান সভাপতিত্বে প্রতিষ্ঠানটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহনি ব্যবসাপ্রতিষ্ঠান “সততা ষ্টোর” উদ্ধোধন করেন প্রধান অতিথি, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-জামাল সিরাজী, শেরপুর উপজেলা শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন। মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজে পরিষ্কার থাকতে হবে এবং শিক্ষাঙ্গনকে নিজেদের দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো পরিবেশে পাঠদান ও পাঠ গ্রহন ফলপ্রসূ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।


বগুড়া শেরপুরে বিশেষ ক্লাশের নামে চলছে কোচিং বানিজ্যের অভিযোগ


আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। দুইটি চিরন্তন সত্য প্রবাদ বাক্য। তাই প্রত্যেক সচেতন অভিভাবক তার সন্তানকে যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করতে চায়। তাদের সন্তানরা মেধায় মননে সকল প্রতিযোগিতায় অন্যদের সাথে টিকে থাকুক সেটা প্রত্যেক অভিভাবকের কাম্য। তাই অভিভাবকরা তাদের সন্তানকে নাম করা শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি করে এবং স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে রাখতে চেষ্টা করে। আর এই শিক্ষক অর্থের লোভে ক্লাশে ছাত্র/ছাত্রীদের মনোযোগী না করে মনোযোগী করছেন কোচিং ও প্রাইভেটে।
সরকার প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধের জন্য কঠোর নজরদারী ও নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়ন কতটুকু হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন। শুধু বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকালে একটি বিশেষ ক্লাস নামে বাধ্যতামূলক করা হয়েছে কোচিং ও প্রাইভেটে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে অভিযোগে উল্লেখ আছে খামার কান্দি বালিকা দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষকের সহযোগিতায় মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য বিশেষ ক্লাশের নামে সকাল ৭:৩০ থেকে ১০ টা পর্যন্ত ও বিকাল ৪ টা থেকে ৫:৩০ পর্যন্ত এ কোচিং বাণিজ্য বহাল রেখেছে। ক্লাশে শিক্ষক উপযুক্ত পাঠদান না দিয়ে কোচিংএ ভর্তি হওয়ার তাগিদ দেয় যদি কেউ কোচিং এ ভর্তি না হয় তবে তাদের মানসিকভাবে নির্যাতন করা হয় এবং অন্য দৃষ্ঠিতে দেখা ও পরীক্ষায় নম্বর দেওয়া হবেনা বলে ভয় ভীতি দেখানো হয়। সরেজমিনে দেখা যায়, বিশেষ ক্লাস নামে বারতি টাকা নিচ্ছে। এবং খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গনিত শিক্ষক রেজাউল করিম বিশেষ ক্লাসের নামে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে খামারকান্দি ইউয়িন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফ উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি জানিনা আমি সকাল ১০টায় স্কুলে গিয়ে দেখি কোন কোচিং বা প্রাইভেট চলছে না যদি এর আগে বা পরে কেউ করে থাকে তাহলে তার শাস্তি সে ভোগ করবে এবং আমার কাছে কেউ অনুমতিও নেইনি। এই বিষয় কোন অভিভাবক অভিযোগ করেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের হয়েছে আমি জানিনা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী বলেন, কোচিং বানিজ্য বন্ধের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


বগুড়ার শেরপুরে ভুট্টার চাষ ক্ষ্যাত
শালফার কৃষকের মুখে হাসি


আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরের ধুনটমোড় থেকে ৪ কিলোমিটার পুর্ব দিকে গেলেই শালফা গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে ধুনট ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা যাওয়ার সড়ক। সড়কের দুপাশে তাকালে দেখা যায় শুধু ভুট্টা আর ভুট্টা। এই দৃশ্য যেন সকলের নজর কাড়ে।
ভুট্টার চাষ ক্ষ্যাত এই শালফা গ্রামের কৃষকের মুখে এখন হাসি ফুটে উঠেছে। কারন অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে কম পরিশ্রম ও ফলন ভাল হওয়ায় তারা অর্থের মুখ দেখতে শুরু করেছে। আর আগ্রহ প্রকাশ করছে বার বার ভুট্টা চাষ করার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর শেরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫’শ ৮০ হেক্টর জমি। সেই লক্ষমাত্রাকে ছাড়িয়ে অর্জন হয়েছে ২ হাজার ৬’শ ২০ হেক্টর জমি। যার বেশীর ভাগ চাষ হয়েছে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে।
শালফা গ্রামের কৃষক আকিম উদ্দিন, আব্দুল হান্নান, মোজাম্মেল হক, শাহ আলমসহ অনেকেই জানান, কম পরিশ্রম, কম ব্যায় ও ফলন ভাল হওয়ায় আমরা ভুট্টা চাষে বেশী আগ্রহী। তাছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে লাভ অনেক বেশী।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার বলেন, উপজেলার শালফা গ্রাম অনেকটা নিচু হওয়ায় সেখানে অল্পতেই বন্যা দেখা দেয়। সে কারনে ওই এলাকার জমিতে পলি পরে ভাল। তাই শালফা গ্রামে ভুট্টার ফলন ভাল হয়। তাছাড়া বন্যার কারনে অন্য কোন ফসল চাষ করতে পারেনা তারা। তাই এক সিজন ধান, শরিষা আবাদ করে আর বাকি সময়টাতে তারা ভুট্টা চাষ করে আলোর মুখ দেখছে।
বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের মাথার চুল
কেটে দিল শিক্ষক ॥ শিক্ষার্থীদের ক্লাশ বর্জন
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান ফরহাদ হোসেন লাভলু শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গত ২ দিন ধরে ক্লাশ বর্জন করে বিচারের দাবিতে আন্দোলন করছে ওই শিক



আপনার মূল্যবান মতামত দিন: