odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

জাতীয় পতাকা উত্তোলন করা হবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ March ২০১৯ ১৯:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ March ২০১৯ ১৯:৩৯

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত’। পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লাল বৃত্ত থাকবে।
জাতীয় পতাকার মাপ হবে ১০ ফুট ͯ ৬ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত। বৃত্তটি দৈর্ঘের এক পঞ্চমাংশে ব্যাসার্ধ বিশিষ্ট হবে। ভবনের আয়তন অনুযায়ী পতাকা ব্যবহারের তিন ধরনের মাপ হচ্ছে ১০ ফুট ͯ ৬ ফুট, ৫ ফুট ͯ ৩ এবং ২.৫ ফুট ͯ ১.৫ ফুট।



আপনার মূল্যবান মতামত দিন: