odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

রাজশাহী সীমান্তে মাদক উদ্ধার বিজিবির

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১২:২৫

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১২:২৫

রাজশাহী: রাজশাহী সীমান্তে গুলি করে মাদক উদ্ধার করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূর্ব বাথানবাড়ী সীমান্তে গুলির এ ঘটনা ঘটে। বিজিবির গুলিবর্ষণের পর চার মাদককারবারি মাদক ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

রাজশাহীর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় পূর্ব বাথানবাড়ী সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি মাদক নিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

এ সময় বিজিবির টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু এর পরও চোরাকারবারিরা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

ফলে চোরাকারবারিরা মাদকের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ন সদর সিজারে জমা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: