odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ড কুমিল্লা ইপিজেডে, ভেতরে আটকা পড়েছে অনেক শ্রমিক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ April ২০১৯ ০২:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ April ২০১৯ ০২:১১

কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে আর এন টেক্সটাইল নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।

এবিষয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস, চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, আগুন লাগার পর থেকে কুমিল্লা ইপিজেডে চারদিক পুলিশ ঘিরে রেখেছে। আগুন লাগার সময় আর এন টেক্সটাইলটিতে শতাধিক শ্রমিক নাইট শিফটে কর্মরত ছিল। এদের অনেকেই ভেতরে আটকা পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: