odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫
আতংকে এলাকাবাসী

চরমপন্থীদের হামলায় বগুড়ার শেরপুরে পুলিশ আহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ April ২০১৯ ১২:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ April ২০১৯ ১২:৪৫

বগুড়ার শেরপুরে চরমপন্থীদের হামলায় পুলিশ আহত ॥ আতংকে এলাকাবাসী
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের ভবানীপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীদের হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঘটেছে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ভবানীপুর বাজারে চরমপন্থীরা পোষ্টারিং শেষে বিভিন্ন বক্তব্য প্রদান করে। এ সময় তারা রাস্তার সাথে শাহাবুদ্দিনের বাড়ীর সামনে অবস্থান নেয়। পরে এলাকাবাসি ডাকাত সন্দেহে আতংকিত হয়ে পড়লে চরমপন্থীরা কাউকে কোন প্রকার চিৎকার চেচামেচি করতে নিষেধ করে। রাত পৌনে ১২ টার দিকে শেরপুর থানার টহল পুলিশ নান্নু মিয়া ওইখানে টহল গাড়ী দাড় করালে চরমপন্থীেেদর ১ জন বলে এখানে গাড়ি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে। এ সময় পুলিশ গাড়ি থেকে নামলে কোন কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে গুলি করে, এসময় পুলিশ পাল্টা গুলি করলেও কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি। পরে শেরপুর থানা পুলিশ রাত সাড়ে ১২ টার দিকে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে বেলায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
বুলবুল ইসলাম বলেন, নান্নু মিয়া সহ পুলিশের দুই কনস্টেবল ভাড়ায় চালিত (সিএনজি) অটোরিকশায় করে ভবানীপুরে পুলিশের নিয়মিত রাত্রিকালীন টহল দল দিচ্ছিলেন। এ সময় সেখানে লোকজনের উপস্থিতি টের পেয়ে এগিয়ে গেলে কথা বলার শুরুতের তাঁর ডান হাঁটুতে গুলি করে। এ সময় পুলিশ তিন রাউন্ড পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। সিএনজি চালক ও অপর দুই পুলিশ কনষ্টেবল অক্ষত আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: