odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবি বিএফইউজের

Akbar | প্রকাশিত: ১৭ April ২০১৯ ১১:১০

Akbar
প্রকাশিত: ১৭ April ২০১৯ ১১:১০

ঢাকা, ১৭এপ্রিল(অধিকারপত্র): ঈদের আগেই নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাস এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিও জানানো হয়।

মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।

মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামূনুর রশিদ, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: