odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

কোরআনকে অবমাননা, ফেসবুকজুড়ে সেফুদা’র ফাঁসি দাবি

Akbar | প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:০৩

Akbar
প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:০৩

ডেস্ক,১৯ এপ্রিল(অধিকারপত্র): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বেশ পরিচিতি পেয়েছিলেন প্রবাসী বাংলাদেশি সেফাতুল্লা ‘সেফুদা’। রাজনীতিসহ নানা সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে জন্ম দিয়েছেন আলোচনা-সমালোচনার।

তেমনই বরাবরের মতো গত বুধবার নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সেফাতুল্লা। লাইভে তিনি কথা বলেন মডেল ও অভিনেত্রী সাফা কবিরের সম্প্রতি একটি মন্তব্য নিয়ে।

জানা যায়, লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে ছিঁড়ে ফেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন।

এনিয়ে বাংলাদেশে ফেসবুক জুড়ে সেফুদার ফাঁসির দাবি উঠেছে।

কেউ লিখেছেন, অবিলম্বে সেফুকে আইনের আওতায় আনা হোক। আবার কেউ লিখেছেন, পবিত্র কোরআন শরিফকে এমনভাবে অবমাননার শাস্তি চাই।

পবিত্র কোরআন শরীফকে অবমাননা করায় সেফুদার ফাঁসি দাবি করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

এছাড়া জানা যায়, দেশে অথবা বিদেশে সেফুদাকে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

 



আপনার মূল্যবান মতামত দিন: