odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

জালনোট প্রতিরোধে কর্মশালা

Akbar | প্রকাশিত: ২০ April ২০১৯ ১২:২২

Akbar
প্রকাশিত: ২০ April ২০১৯ ১২:২২

পিরোজপুর, ২০ এপ্রিল, (অধিকারপত্র) :পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকালে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর সভার প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার।

সভায় সোনালী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক শাখার সহকারি ব্যবস্থাপক মো. শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উপ-পরিচালক সজীব কুমার দাস, সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া, অগ্রণী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, বেসিক ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো. আলী হায়দার প্রমুখ।

এ কর্মশালায় ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: