odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

রেড অ্যালার্টের পরিস্থিতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Akbar | প্রকাশিত: ২২ April ২০১৯ ১৭:৪৪

Akbar
প্রকাশিত: ২২ April ২০১৯ ১৭:৪৪

ঢাকা,২২ এপ্রিল(অধিকারপত্র): বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি হয়নি। সে ধরনের পরিস্থিতিও সৃষ্টি হয়নি। কোনো হুমকি নেই। তবে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর বাংলদেশ সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুরে বনানীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপিকে শান্তনা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ দেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে। আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর জঙ্গিদের শক্ত হাতে দমন করা হয়েছে। বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তাদের আর মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই।’

এর আগে তিনি শেখ সেলিমকে সান্তনা দেন এবং শোক-শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: