odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সিরাজদিখানে জ্বর, শর্দি, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ April ২০১৯ ১৬:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ April ২০১৯ ১৬:৪৬

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রচন্ড গরমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, শর্দি,,  ডায়রিয়া  রোগীদের বেশি দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে প্রায় ৩ হাজার জন রোগী জ্বর, কাশি ,ডায়রিয়া চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়া এসব রোগীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ৫০ শয্যা হাসপাতালে (মহিলা-পুরুষ) দুটি ওয়াট ও দুটি কেবিনসহ প্রোসরাপ অপারেটিব ওয়ার্ড গুলো খালি নেই।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, বর্তমানে হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি আসছে। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অধিকাংশ বেশি। দূষিত পানি ব্যবহার, স্বাস্থ্য সচেতনতার অভাবে গ্রামের লোকেরা বেশি ডাইরিয়ার আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ডায়রিয়া,জ্বর রোগীর সংখ্যা বাড়লেও স্যালাইনসহ অন্যান্য ঔষদ দেয়া হচ্ছে। যে রোগী গুলো ভাল হয়ে যাচ্ছে তাদের রিলিজ দিয়ে আবার দুপুরেই রোগী দিয়ে  এডমিট করিয়ে  নিচ্ছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: