odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

সারা দেশে নৌচলাচল শুরু

Akbar | প্রকাশিত: ৫ May ২০১৯ ১২:১২

Akbar
প্রকাশিত: ৫ May ২০১৯ ১২:১২

ডেস্ক, ০৫মে(অধিকারপত্র): ঘূর্ণিঝড় ফনির বিপদ কেটে যাওয়ায় সারা দেশে সব ধরনের নৌচলাচল শুরু হয়েছে।

তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেয়া হয়।

সকাল ৭টার পর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চগুলো বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে অভ্যন্তরীণ নৌপথে চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

ফনি শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয় স্থল নিম্নচাপে। এর পর বিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর।



আপনার মূল্যবান মতামত দিন: