odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

অভ্যন্তরীণ রুটের সাত ফ্লাইট বাতিল

Akbar | প্রকাশিত: ১০ May ২০১৯ ১৯:০৭

Akbar
প্রকাশিত: ১০ May ২০১৯ ১৯:০৭

ঢাকা, ১০ মে (অধিকারপত্র):মিয়ানমারে ড্যাশ-এইট উড়োজাহাজ বিকল হওয়ায় অভ্যন্তরীণ রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ১০ মে থেকে আগামী ১৩ মে পর্যন্ত সিলেট, রাজশাহী, যশোর এবং সৈয়দপুর রুটে সংস্থাটির সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ৮ মে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের একটি উড়োজাহাজ। মাঝখান দিয়ে ভেঙে যাওয়ায় উড়োজাহাজটি ব্যবহারযোগ্য নয়।

এদিকে বিমান সূত্র জানায়, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে বিকেল ৪টায় একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

একই সঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরকেও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।



আপনার মূল্যবান মতামত দিন: