odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

মেধাবী ও পরিশ্রমী লিডারশিপের প্রয়োজন: নৌ প্রতিমন্ত্রী

Akbar | প্রকাশিত: ১০ May ২০১৯ ২১:১১

Akbar
প্রকাশিত: ১০ May ২০১৯ ২১:১১

দিনাজপুর, ১০ মে (অধিকারপত্র): মেধাবী ও পরিশ্রমী ডাইনামিক লিডারশিপ প্রয়োজন রয়েছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কায়িক পরিশ্রম শরীরকে সতেজ রাখে এবং মনকে প্রফুল্ল করে তোলে।
তিনি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বই মানুষের ঘুমন্ত মেধাকে জাগ্রত করে। তাই বই পড়তে আমাদের তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিরল উপজেলার মাইনুল হাসান মহাবিদ্যালয়ের গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজে সৎ, নিষ্ঠ, ন্যায়পরায়ণ ও আদর্শবান নেতৃত্ব তৈরি করতে হবে। অন্যথায় এক সময়ে আমরা রাজনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বো। রাজনীতি এক দিনের বিষয় নয়। রাজনীতি ঠিক রাখার জন্য আমাদের এই ডাইনামিক শিক্ষা ও সামাজিক শিক্ষার দরকার আছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নত শিক্ষা ব্যবস্থাকে দেশের জনগণের হাতের নাগালে পৌঁছে দিয়েছে। দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ সরকার বদ্ধ পরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। নতুন ভবন পাচ্ছে। জেলা-উপজেলায় নতুন নতুন স্কুল-কলেজ হচ্ছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকায় এ রকম একটি ভবন নির্মাণ শুধু শিক্ষার মান বৃদ্ধি করবে না, এলাকারও মান বৃদ্ধি হবে।

অনুষ্ঠানে মাইনুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সব্রত কুমার অধিকারী সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর ইউএনও রওশন করীর প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: