odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ভাগ্য ফিরলো ডালিমের

Akbar | প্রকাশিত: ১৫ May ২০১৯ ০৪:১০

Akbar
প্রকাশিত: ১৫ May ২০১৯ ০৪:১০

নেত্রকোনা, ১৫ মে (অধিকারপত্র): প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে ফোন করে ভাগ্য ফিরেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার মুদি দোকানদার মো. ডালিমের।

গত ১২ মে প্রধানমন্ত্রীকে ফোন করেন দোকানদার মো. ডালিম। এ সময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন; তোমার জীবিকা কিভাবে চলে? ডালিম বলেন, ছোটখাটো একটা দোকান দিয়ে কোনো রকম চলে মাত্র। তখন ডালিম জীবিকা নির্বাহের জন্য একটি দুধের গাভী ও একটি ইজিবাইক (মিশুক) প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের মাধ্যমে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভী এবং গাভীর পরিচর্যার জন্য নগদ পাঁচ হাজার টাকা দেন।

মুদি দোকানদার মো. ডালিমকে দুপুরে এসব বুঝিয়ে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল হক কাশেম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা থানা পুলিশের ওসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদির প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: