odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

খালেদাকে রাখতে দেশের প্রথম নারী কারাগারে সেল প্রস্তুত

Akbar | প্রকাশিত: ১৯ May ২০১৯ ১৭:১৮

Akbar
প্রকাশিত: ১৯ May ২০১৯ ১৭:১৮

ঢাকা: খালেদা জিয়াই হতে পারেন কেরানীগঞ্জে নবনির্মিত দেশের প্রথম কেন্দ্রীয় নারী কারাগারের প্রথম বন্দি। বেশ কয়েকদিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী খালেদাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণাধীন দেশের প্রথম কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নিতে গত মার্চ মাসের শেষ সপ্তাহ হতেই প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। কারা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চেক-আপ শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়া হতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ সেলসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে। উল্লেখ্য,খালেদা জিয়াকে রাখতে একটি একতলা সেল দ্রুত প্রস্তুত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সেলটির এখনো কোনো নাম চূড়ান্ত করা হয়নি। অন্য কোনো বন্দি না থাকলে মহিলা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে হয়তো একাই থাকতে হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ছাড়পত্র দিলেই খালেদা জিয়াকে যে কোনো দিন কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: