odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

ঈদে পেশাদার ড্রাইভারই চালাবে গণপরিবহন: স্বরাষ্ট্রমন্ত্রী

Akbar | প্রকাশিত: ১৯ May ২০১৯ ১৮:০৩

Akbar
প্রকাশিত: ১৯ May ২০১৯ ১৮:০৩

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না।

তিনি বলেন, মহাসড়কে পুলিশি টহল অব্যাহত থাকবে। সন্দেহজনক গাড়ি দেখে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে।

ঈদে উপলক্ষে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ঈদে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে। এ ছাড়া বিভিন্ন শহরে ‘ব্লক রেইড’ দেয়া হবে। রাজধানীর প্রবেশ ও বাইরের পথে চেকপোস্ট থাকবে।

মন্ত্রী বলেন, ঈদে বিশেষ রেলের ব্যবস্থা থাকায় এবং সড়ক-মহাসড়কের উন্নয়নকাজ আগেই শেষ হওয়ায় এবার দুর্ভোগ কম হবে।

এ সময় যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি ও বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে বলেও জানান তিনি।

লঞ্চ, রেল ও বাসে অতিরিক্ত ও যাত্রী ভাড়া নেয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লঞ্চ, রেল ও বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: