odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ি নেদু নিহত

odhikar patra | প্রকাশিত: ১৯ June ২০১৯ ২০:০২

odhikar patra
প্রকাশিত: ১৯ June ২০১৯ ২০:০২

 যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালী নামক স্থানে গ্রিন লাইন পরিবহনের ঢাকা গামী একটি পরিবহনের চাপায় বেনাপোল এর বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ি ও সমিতিরি নেতা শাহদাত হোসেন নেদা নিহত হয়েছে।

শাহাদত হোসেন নেদা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় নেদু বেনাপোলের আমড়াখালী নামক স্থানে একটি বাইপাস সড়ক থেকে প্রধান সড়কে মোটর সাইকেল যোগে উঠার সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইনের ( ঢাকা মেট্রো-ব-১১-৩৪৫০) একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে নেদু ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

বেনাপোল পোর্ট থানার এ এসআই লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন সড়ক দুর্ঘটনায় নিহত শাহদাত হোসেন নেদুর লাশ উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়ার কর্তব্যরত ডাক্তার মৃতূু ঘোষানা করেন। গ্রীন লাইন পরিবহনের একটি পরিবহন আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: