odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫
স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্সে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির স্বামীকে মুম্বাইয়ে স্থানান্তর

odhikar patra | প্রকাশিত: ১২ August ২০১৯ ১৪:৪৩

odhikar patra
প্রকাশিত: ১২ August ২০১৯ ১৪:৪৩


গুরুতর অসুস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ড. তৌফিক নাওয়াজকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গতকাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


গুরুতর অসুস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. তৌফিক নাওয়াজকে কোকিলাবেন ধীরু ভাই আম্বানি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার বিকেল সোয়া পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে আম্বানি হাসপাতালে নেওয়া হয়েছে। তিন ঘণ্টা যাত্রা শেষে হাসপাতালে পৌঁছার পর চিকিৎসা শুরু হবে।

এদিকে গতকাল সকালে ড. তৌফিক নাওয়াজকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীপু মনির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার ড. তৌফিক নাওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নাওয়াজ অসুস্থ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্ট্রোকের পর চিকিৎসকেরা তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: