odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

অভিনেত্রী ঊর্মিলা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ August ২০১৯ ০০:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ August ২০১৯ ০০:৪৯

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

শনিবার রাতে রক্তচাপ ও জ্বরের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

সোমবার দুপুরে ঊর্মিলার বোন অদিতি সাংবাদিকদের এ তথ্য জানান।

অদিতি বলেন, ঊর্মিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও জ্বরের কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বর বলে সনাক্ত করেছেন।

চিকিৎসকরা ঊর্মিলাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার আবারও তার রক্সের প্লাটিলেট পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: